খুলনায় করোনায় আরও দুজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ১০ দিনে সাতজনের মৃত্যু হলো।
এদিকে করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন।
খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। ২২ মার্চ করোনা আক্রান্ত অবস্থায় তিনি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শুক্রবার সকাল ৯টার দিকে আকরাম হোসেন (৭৭) মারা যান। তিনি বাগেরহাট সদরের শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে। ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
মোহাম্মদ মিলন/এএম
বিজ্ঞাপন