নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর পাশে এ ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় কেউ আহত না হলেও এর ফলে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পূর্বাচল থেকে ঢাকাগামী একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালক গাড়ি থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এ ঘটনায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

মাইক্রোবাসের চালক রাজিব মিয়া বলেন, রাজধানীর নতুন বাজার থেকে ‘অরনেট ইমার্জেন্সি সিকিউরিটিজ লিমিটেড’ এর কর্মচারীদের পূর্বাচলে নামিয়ে দিয়ে ফেরার পথে হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়।

এদিকে ফায়ার সার্ভিসের রতন রয় জানান, স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গাড়িটি পুড়ে যায়। মাইক্রোবাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

আবির শিকদার/এএএ