জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলমের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রোববার (১৩ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট 'জয়পুরহাট জেলা পুলিশ' থেকে এক স্ট্যাটাসে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

'জয়পুরহাট জেলা পুলিশ' এর ফেসবুক পেজের পোস্টে লেখা রয়েছে- সন্মানিত শুভানুধ্যায়ীগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সরকারি ফোন নম্বর +৮৮০১৩২০...........০০ ক্লোন করে কতিপয় দুষ্কৃতিকারী ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে ক্লোনকারীর ফাঁদে পা না দেয় সেজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। ক্লোনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চম্পক কুমার/এমএএস