তৈরি পোশাক খাতে বাংলাদেশ সম্ভাবনাময় বাজার : কার্লসেন
তৈরি পোশাক খাতে বাংলাদেশকে সম্ভাবনাময় বাজার বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের হেড অব মিশন মিস্টার অ্যান্ডার্স বি. কার্লসেন। এছাড়া পোশাক খাতের পরিবেশের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়া মাটি এলাকায় আই এফ এস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
এর আগে ডেনমার্ক হাই কমিশন থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ওই কারখানার কর্মযজ্ঞ ও কাজের পরিবেশ পরিদর্শন করেন।
ডেনমার্ক হাই কমিশনের হেড অব মিশন মিস্টার অ্যান্ডার্স বি. কার্লসেন বলেছেন, বাংলাদেশে তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ বেশ ভালো। এখানকার ব্যবসায়ীরা উন্নত কর্মপরিবেশ সৃষ্টিতে প্রচুর বিনিয়োগ করেছে। আমি মনে করি দুই দেশের মধ্যে বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও আমরা এখানে আপাতত ছোট পরিসরে কাজের আদেশ দিয়েছি। সব কিছু ঠিক থাকলে বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ দেওয়া হবে।
এদিকে আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ শামীম জানান, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের হাইকমিশনের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ পেয়েছি যা চলমান রয়েছে। এছাড়া তাদের ট্রেডিং কর্মকর্তা দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায় এটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করছি ডেনমার্ক থেকে আরও বড় পরিসরে খুব শিগগিরই নতুন নতুন ক্রেতাদের কাজ পাব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ইউরোপের ক্রেতাদের চাহিদা কিছুটা কমেছে। তবে ডেনমার্ক ও চায়না বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে যে আগ্রহ দেখাচ্ছে তাতে আমাদের অর্থনীতিতে অবশ্যই ভালো প্রভাব পড়বে।
এসময় উপস্থিত ছিলেন ডেনমার্কের সেক্টর কাউন্সেলর ওলে জাস্টিসেন, হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান, টেকসই উৎপাদনের সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার, ড্যানিশ কাজের পরিবেশ কর্তৃপক্ষ জারি জান ও কমার্শিয়াল কাউন্সেলর আলী মোশতাক ভাট।
বিজ্ঞাপন
আবির শিকদার/এমএএস
বিজ্ঞাপন