নীলফামারীতে নাশকতার শঙ্কায় জামায়াত-শিবিরের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জলঢাকা ও ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুর আলম(৩৭), জামায়াত কর্মী ওসমান গণি (৪০), নুরুল আমিন (৪৫), আবু তালেব (৪৮), ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৩৫), সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন (৩৩) ও ডোমার উপজেলার পূর্ব আমবাড়ি গ্রামের রশিদুল ইসলাম (৩৬)।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জলঢাকা থানায় ২০২৩ সালের ২৭ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পলাতক ৭ জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কাউকে বাড়ি থেকে, কাউকে বাজার থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। সাজানো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলাম/আরএআর