ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৫ জেলে উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের দমারচর সংলগ্ন এলাকায় এফবি সোহরাব নামের ফিশিং ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ১৫ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার জন্য সাগরে গমন করে এফবি সোহরাব নামের একটি ফিশিং বোট। ট্রলারটি মাছ ধরা শেষ হলে শুক্রবার সকাল ১০টার দিকে ঘাটে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে অতিরিক্ত ঢেউয়ের জন্য ইঞ্জিন বিকল হয়ে পানিতে ভাসতে থাকে। বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বিসিজি স্টেশান হাতিয়া অবগত হলে, দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে বিসিজি স্টেশান হাতিয়া বিকল হয়ে যাওয়া ট্রলারসহ তাদের নোয়াখালীর হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার প্রবীর কুমার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী উত্তাল ছিল। ঝড়ের মুখে পড়ে ইঞ্জিন বিকল হয়ে জেলেরা ভাসতে থাকে। আমরা তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে এসেছি।
হাসিব আল আমিন/আরকে
বিজ্ঞাপন