রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু
রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত নুরুজ্জামান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নুরুজ্জামান রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা। তিনি মধুবন নামের একটি কমিউনিটি সেন্টারের বাবুর্চি ছিলেন।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেকে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫৯ জন রোগী। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮০ জন রোগী। বর্তমানে আরও ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত নুরুজ্জামানকে গত ২৫ আগস্ট দুপুরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
বিজ্ঞাপন
শাহিনুল আশিক/এমজেইউ