নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেন বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন বাবু সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন বাবু বাংলাদেশের আলোচিত বিসমিল্লাহ গ্রুপ-বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ অর্থ কেলেঙ্কারির অন্যতম আসামি বিডি সফট-এর কথিত এমডি। তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, আসামি আনোয়ার হোসেন বাবু আত্মগোপনে ছিলেন। তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।   

হাসিব আল আমিন/এনএফ