কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ভোলার চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মালবাহী কভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ফরাজি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন লেবুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই উপজেলার মো. রফিজল কাজীর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে বের হয়। এ সময় লেবুখালী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আবদুল হান্নান/এনএফ