নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত ছয় মাসের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৬-এ, যার মধ্যে নতুন আক্রান্ত শতকরা ৮ দশমিক ৯৯ ভাগ।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি ঢাকা পোস্টকে জানান, জেলায় নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদরে ৩২ জন, সূবর্ণচরে ১, হাতিয়ায় ৩, বেগমগঞ্জে ৩৯, সোনাইমুড়িতে ৭, চাটখিলের ২, সেনবাগের ৩, কোম্পানীগঞ্জে ১৫ জন ও কবিরহাটে ৯ জন রয়েছেন।

এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৫ এবং আইসোলেশনে রয়েছেন ৫৮৯ জন। জেলা করোনায় মোট মৃত্যু ৯২ জন।

হাসিব আল আমিন/এনএ