হেফাজতের তাণ্ডব, সোনারগাঁয়ে আ. লীগের প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলায় দলীয় কার্যালয় ও স্থানীয় নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। রোববার বিকেলে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, আহ্বায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, আলী হায়দার, নাসরীন সুলতানা ঝরা, মোস্তাফিজুর রহমান মাসুম, মাহামুদা আক্তার, আবু জাফর চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনি প্রমুখ।
সভায় বক্তারা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও স্থানীয় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু ও সোহাগ রনির বাড়ি-ঘর ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ আটক করে পুলিশ। পরে হেফাজত নেতাকর্মীদের তোপের মুখে তাকে ছেড়ে দেয়া হয়। মামুনুল হককে মুক্ত করে সোনারগাঁ রয়েল রিসোর্ট ভাঙচুর চালায় হেফাজতকর্মীরা। এসময় তারা মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/এমএএস/জেএস
বিজ্ঞাপন