নাটোরের লালপুরের চাঞ্চল্যকর যুবলীগ কর্মী নাজমুল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. হালিমকে(৩০) আটক করেছে র‌্যাব। 

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। 

গত ১৯ আগস্ট রাতে হালিম যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা কাটাকাটির পর লালপুর উপজেলার নানদা গ্রামের বটতলায় নাজমুলকে ছুরিকাঘাত করা হয়। পরে নাজমুলের মৃত্যু হয়। তারপর থেকে পলাতক ছিলেন আসামিরা। 

এনএফ