জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারি বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বিলে গোসল করতে নেমে শফিকুল ইসলাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ শফিকুল ইসলামকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে ৫ জন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে শফিকুলসহ ৩ জন লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির তারা স্রোতে বিলের মাঝে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা নিখোঁজ শফিকুলকে খুঁজতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এক পর্যটক বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ রয়েছেন। ছেলেটিকে এখনও পাওয়া যায়নি। বিলে নিখোঁজ ছেলেকে উদ্ধারের অভিযান চলছে।

রকিব হাসান নয়ন/আরকে