টিভি দেখে ঝোপে পড়ে থাকা গ্রেনেড চিনল শিশুরা, উদ্ধার করল পুলিশ
মাদারীপুরের শিবচরে বসত ঘরের মধ্যে থেকে একটি পুরাতন মরিচাপড়া গ্রেনেড উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের মিজানুর বেপারীর বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গ্রেনেডটি বর্তমানে শিবচর থানায় রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এসময় তিনি জানান, গত ৫/৬ মাস আগে ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারী কান্দি এলাকার শাহিন বেপারীর ছেলে সিফাত (৫) ও ইলিয়াস ফকিরের ছেলে ছাব্বির (০৪) একই এলাকার মিজানুর রহমান বেপারীর বাড়ির দক্ষিণ পাশে মাঠে খেলতে যায়। এ সময় তারা চকের পাশে থাকা ঝোপ ঝাড়ের মধ্যে গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পায়। পরে বস্তুটি মিজানুর রহমান বেপারীর মেয়ে সুমাইয়া আক্তারের কাছে নিয়ে যায়। পরবর্তীতে সুমাইয়া আক্তার বস্তুটি যে গ্রেনেড তা চিনতে না পেরে তাদের বসত ঘরের মধ্যে রেখে দেয়। পরে শুক্রবার রাত ৮টার দিকে টেলিভিশনের সংবাদ দেখে তারা গ্রেনেডটি চিনতে পারে এবং দ্রুত জরুরি জাতীয় সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে নিকটস্থ ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সেলিম রেজা সেখানে গিয়ে মিজানুর রহমান বেপারীর বসত ঘরের মধ্যে থেকে গ্রেনেডটি উদ্ধার করে।
উপ-পরিদর্শক আরও জানান, বর্তমানে গ্রেনেডটি ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে নিরাপদ স্থানে রাখা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেডটি সচল আছে কি না তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে জানানো হবে।
বিজ্ঞাপন
রাকিব হাসান/আরকে