জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে ডুবে সুমাইয়া নামে ৮ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকার রোকন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে উঠানে খেলা করছিল সুমাইয়া। হঠাৎ করে খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় ১২ থেকে ১৩ বছর বয়সী কয়েকজন পানিতে গোসল করতে নামলে সুমাইয়ার মরদেহ দেখতে পায়। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

রকিব হাসান নয়ন/এএএ