গাজীপুরের সড়কে প্রাণ হারালেন তিনজন
ফাইল ছবি
গাজীপুর মহানগরীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল আরোহী দুজন এবং রোববার (০৬ ডিসেম্বর) দিবাগত রাতে পুবাইলে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়েছেন।
মোটরসাইকেলচালক কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার কালীগঞ্জের ঢাকাইপাড়ার আব্দুল কাফির ছেলে এবং তার কর্মচারী একই জেলার সাইদি হাসান (২৭)।
বিজ্ঞাপন
নিহত সাইফুলের চাচা আব্দুল বাকি বলেন, সাইফুর গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কাপড়ের ব্যবসা করত। সোমবার সকালে সে ব্যবসার কাজে জয়দেবপুর যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি সিএনজি তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। হাসপাতালে নেয়ার পথে সাইদি হাসান মারা যায়।
মেট্রোপলিটন সদর থানা পুলিশের ওসি আলমগীর ভূঁইয়া বলেন, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে পুবাইলে ট্রাকচাপায় নিহত অরুন (৬২) নৈবাড়ির বাসিন্দা। তার স্ত্রী মার্তাদিনা সেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স।
নিহতের স্ত্রী মার্তাদিনা জানান, রোববার রাতে পুবাইলের তুরাগ পাম্পের সামনে একটি কাভার্ডভ্যান চাপায় নিহত হন অরুন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানা পুলিশের ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়।
এএম