বন্ধুর লাথিতে প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর দেওয়া লাথিতে আরেক বন্ধু নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফরহাদ (২০) ওই গ্রামের মধু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বন্ধু সোহেল (২১) পলাতক রয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়; তিনি বাঙ্গরা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফরহাদ তার বন্ধু সোহেলের সঙ্গে যৌথভাবে বাঙ্গরা বাজারে তরমুজ-বাঙ্গির ব্যবসা শুরু করেন। সোমবার সকালে ব্যবসার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ফরহাদের অণ্ডকোষে লাথি দেন সোহেল। এতে অচেতন হয়ে পড়েন ফরহাদ। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, ব্যবসার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্ত সোহেল পালিয়ে আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/এসপি/জেএস