ব্যবসায়ীকে জিম্মি করে ২ কোটি টাকা ছিনতাই
প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা
কুমিল্লায় এক ব্যবসায়ীকে জিম্মি করে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক প্রজন্ম লীগের সভাপতির বিরুদ্ধে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগের সভাপতি পদে আছেন।
এ ঘটনায় সোমবার বিকেলে সোহেল রানার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল রানাকে পাওয়া না গেলেও উদ্ধার করা হয় ছিনতাই করা পৌনে ২ কোটি টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা।
বিজ্ঞাপন
সোমবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
ওসি মোজাম্মেল হক জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন। রাত ২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের কাছে এলে তার গতিরোধ করেন প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা ও তার সঙ্গীরা। এ সময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার সঙ্গে থাকা ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করে নেন সোহেল রানাসহ তার সঙ্গীরা। পরদিন সোমবার বিকেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম দাউদকান্দি থানায় সোহেল রানাকে প্রধান আসামি করে ৪/৫ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, সোহেল রানা ও তার সঙ্গে ছিনতাইয়ে অংশ নেওয়া লোকদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আরিফ আজগর/এএএ