‘সাতক্ষীরায় কাটানো দুই বছর ছিল জীবনের শ্রেষ্ঠ সময়’
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যদি কেউ আমাকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি, জবাবে বলব সাতক্ষীরায়। সাতক্ষীরায় কাটানো দুই বছর জীবনের শ্রেষ্ঠ সময় ছিল।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ছয় তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, প্রধান বিচারপতি একদিনে হইনি। এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা-মা আমাদের জন্ম দিয়েছেন তবে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম আমি। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকে গিয়ে বসে থাকা, বরই খেতে খেতে বন্ধুদের সঙ্গে গল্প করা এগুলো সবই ছিল জীবনের রঙিন ইতিহাস। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি বলেন, সব থেকে বেশি কেস কম সংখ্যক বিচারককে দিয়ে নিষ্পত্তি করতে হচ্ছে। যেটা পৃথিবীর অন্য কোথাও নেই। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলার সংখ্যা প্রায় ৪৩ লাখ। জজের সংখ্যা মাত্র দুই হাজার। তারপরও বিচারকরা তাদের বিচারকার্য করে যাচ্ছে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের ন্যায়কুঞ্জ পরিদর্শন করেন প্রধান বিচারপতি।
সোহাগ হোসেন/আরএআর