ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে রাসেল শেখ (২৪) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাসেল শেখ ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি  মহল্লার জাকির শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হোগলাকান্দি মহল্লার মাঠে হোগলাকান্দি ও বাইশাখালি মহল্লার তরুণদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালে বাইশাখালি মহল্লার খেলোয়াড়দের সঙ্গে হোগলাকান্দি মহল্লার তরুণদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। এর দুই ঘণ্টা পরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোগলাকান্দি মহল্লার রাসেলের উপর বাইশাখালি মহল্লার কয়েকজন তরুণ হামলা করে পালিয়ে যায়। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

গুরুতর আহত রাসেলকে প্রথম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে রাসেলের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে রাসেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল ৭টার দিকেই হোগলাকান্দি মহল্লার কয়েকশো মানুষ দেশি অস্ত্র নিয়ে বাইশাখালি মহল্লায় ব্যাপক ভাঙচুর ও  লুটপাট করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

ভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আইয়ুব আলী বলেন, ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা থেকে মারামারি হয়। আহত রাসেলের মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে হোগলাকান্দি মহল্লার কয়েকশত মানুষ দেশি অস্ত্র নিয়ে বাইশাখালি মহল্লার ৩০টির অধিক বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ১৯টি গরু লুট করে তারা বাইশাখালি মহল্লা থেকে নিয়ে যায়।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে দুই দল যুবকের মধ্যে মারামারি হয়। পরে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

জহির হোসেন/এএএ