মেহেরপুর শহরের হাসপাতাল বাজার এলাকায় নির্মাণাধীন ভবনের মাটি ধসে একজন নিহত এবং দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 

নিহত নির্মাণ শ্রমিক ভনু মন্ডল (৪৫) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের উম্মত মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের হযরত আলীর ছেলে মমিনুল (৪৫) এবং ফরজ আলীর ছেলে জাদু (৪৮)।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ দ্বারা খান জানান, সকাল থেকে শহরের হাসপাতাল বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক খননের সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এ সময় ভবনের নিচে কাজ করা অবস্থায় তিনজন নির্মাণ শ্রমিক চাপা পড়ে। স্থানীয়রা দুই জনকে জীবিত উদ্ধার করে। একজন শ্রমিক মাটির নিচে আটকা পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ এসে মাটির নিচ থেকে নিহত ভনু মন্ডলের মৃতদেহ উদ্ধার করে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। 

পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত শ্রমিকরা জানান, ভবন মালিক জোর করে তাদেরকে অতিরিক্ত মাটি খনন করতে বাধ্য করেছে। সকাল থেকেই মাটি খনন  করার সময় মাটির নিচ থেকে পানি উঠতে থাকে। বেশ কয়েকবার শ্রমিকরা মাটি খননের কাজ বন্ধ করার কথা বললে ভবন মালিক শ্রমিকদের মাটি খননের কাজ করতে বাধ্য করেছে। নির্মাণাধীন ভবনটি মেহেরপুর শহরের দারিদ্র বিমোচন সংস্থার পরিচালক আবু জাফরের বলে জানা যায়।
 
মুস্তাফিজুর/এমএএস