পুলিশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৭১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে
বিভিন্ন সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করেন। অনেকে পঙ্গু হয়েছেন। পুলিশ প্লাজা থেকে প্রাপ্ত আয়ে তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় পুলিশ প্লাজা মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
আইজিপি বলেন, আমাদের সদস্যরা যেভাবে তাদের জীবন উৎসর্গ করেন, আমাদেরও তাদের জন্য কিছু করণীয় আছে। উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গু হয়, তাদের জন্য আমাদের কিছু করার প্রয়োজন পড়ে। একজন উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গু হয়ে গেলে তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। তার জন্য সরকারের বিভিন্ন খাতের পাশাপাশি আমাদের কল্যাণ ট্রাস্ট থেকে সহযোগিতা করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১২ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে প্রায় ৭১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। অকালে মৃত্যুকালীন অনুদান, চিকিৎসা অনুদান ও ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আইজিপি বলেন, বগুড়া ব্যবসায়িক কেন্দ্র। আমরা এখানে পুলিশ প্লাজা নামে মার্কেটটি স্থাপন করেছি। এই মার্কেটটির ব্যবসা সফল হবে। এই মার্কেট থেকে আমরা আমাদের পুলিশ পরিবারের সদস্যদের সহযোগিতা করতে পারবো। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বগুড়াতেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমাদের পুলিশসহ সকল বাহিনীর সক্ষমতা আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। যেকোনো ঘটনায় আমরা আগের থেকে দ্রুততম সময়ে রহস্য উদঘাটন করতে সক্ষম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান এবং অতিরিক্ত ডিআইজি ড. রিয়াজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রায় পাঁচ বছর আগে পুলিশ প্লাজা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। বগুড়াসহ কুমিল্লা, যশোর, কুয়াকাটা ও কক্সবাজারে এই পুলিশ প্লাজা স্থাপনের কাজ শুরু করে সংস্থাটির কল্যাণ ট্রাস্ট।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর