জিন তাড়ানোর নামে কিশোরীর শ্লীলতাহানি, ইমাম কারাগারে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জিন-ভূত তাড়ানোর নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় মো. ফরিদ উদ্দিন (৪০) নামে এক ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে আনা হলে ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুরে তার বিরুদ্ধে ওই কিশোরীর মা শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করেন। মামলার পর ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদ উদ্দিন পাঁচবিবি উপজেলার কামার গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। তিনি ওই উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মসজিদের ইমাম।
বিজ্ঞাপন
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাতে ঘুমের মধ্যে ওই কিশোরী খারাপ স্বপ্ন দেখে ভয় পেতেন। ইমাম ফরিদ উদ্দিনকে বিষয়টি জানা তিনি ওই কিশোরীকে তার ঠিকানায় যেতে বলেন। এরপর শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিশোরীকে নিয়ে তার মা ইমামের ঘরে যান। পরে কিশোরীকে মেঝেতে বসতে বলে তার মা ও সঙ্গে থাকা এক ব্যক্তিকে বাহির থেকে বোতলে পানি আনতে বলেন। এই সুযোগে ফরিদ ঘরের বাতি বন্ধ করে জিন ছাড়ানো নামে কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরে ওই কিশোরী বিষয়টি পরিবারের সবাইকে জানালে তার মা বাদী হয়ে থানায় মামলা করেন।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/আরএআর