আবৃত্তিতে দেশসেরা সুয়াদী, অভিনয়ে মাওয়া
সুমাইতা সুয়াদী ও জান্নাতুল মাওয়া
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে রংপুরের সুমাইতা সুয়াদী ও অভিনয়ে জান্নাতুল মাওয়া দেশসেরা নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ ‘ক’ গ্রুপের চূড়ান্ত পর্বের ফলাফলে তারা নিজ নিজ ক্ষেত্রে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে দেশসেরা হয়েছেন।
এ মাসের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তাদের পুরস্কার নেওয়ার কথা রয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা বিজয়ীরা। রংপুর জেলা থেকে আবৃত্তিতে সুমাইতা সুয়াদী ও অভিনয়ে জান্নাতুল মাওয়া ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জনের পাশাপাশি বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে দেশসেরা নির্বাচিত হন।
সুমাইতা সুয়াদী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিনের কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে সুমাইতা সুয়াদী।
বিজ্ঞাপন
অন্যদিকে জান্নাতুল মাওয়া রংপুরের দি মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার মা মনিরা আকতার পেশায় শিক্ষক। ২০২১ সালের অক্টোবরে শিশু একাডেমিতে প্রথম অভিনয়ের শুরু মাওয়ার। ২০২২ সালে টফি স্টার সার্চ প্রতিযোগিতায় অংশ নিয়ে সারাদেশে অভিনয়ে প্রথম হয় সে। এরপর থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে নিয়মিত অভিনয় করে যাচ্ছে জান্নাতুল মাওয়া। ইতোমধ্যে রংপুরের শ্যামাসুন্দরী খাল দূষণ ও পরিবেশ দিবসে পলিথিন ব্যবহার নিয়ে তার অভিনীত ভিডিও ব্যাপক সাড়া পেয়েছে।
জান্নাতুল মাওয়ার অভিনয়ের হাতেখড়ি তার মায়ের থেকে। রংপুর জেলা শিশু একাডেমির প্রশিক্ষক মাশহারুল হাসান শ্রাবণের কাছে অভিনয় শিক্ষা গ্রহণ করে সে। জান্নাতুল মাওয়া বর্তমানে শিশু একাডেমির অভিনয় বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ সুমাইতা সুয়াদী আবৃত্তিতে ও অভিনয়ে জান্নাতুল মাওয়া দেশসেরা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। তাদের এই অর্জন রংপুরের অন্যান্য শিশুদের উৎসাহিত করবে ও অনুপ্রেরণা যোগাবে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর