ফাইল ছবি

গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল ইউনিট-২ নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় কারখানার চারতলার সুইং সেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করছিলেন। প্রথমে কারখানার চারতলায় সুইং সেকশনের এক কর্নারে ঝুটের মধ্য থেকে আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। আগুন দ্রুত ওই ফ্লোরের বিভিন্ন কাপড় ও মেশিনে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা কারখানার নিচে নেমে আসেন।

গাজীপুর ফায়ার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

এএম