ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু
মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ণ সাহার ছেলে।
বিজ্ঞাপন
স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে প্রতিদিনের মতোই আজ শুক্রবার বিকেলে ফুটবল খেলতে যান দুলাল সাহা। ফুটবল লাথি মারার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মাটিতে পড়ে যায় দুলাল। পরেই ঠিক ওই স্থানেই তার মৃত্যু হয়।
দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।
বিজ্ঞাপন
দুলালের সহপাঠী রাজিব বলেন, আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সঙ্গে ফুটবল খেলতে কলেজ মাঠে আসেন। পরে ফুটবলে লাথি মারলে হার্ট অ্যাটাক হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।
রাকিব হাসান/এমজে