ফাতেমা বেগম

শেষ কখন তিনবেলা ভাত খেয়েছি মনে নেই " এই শিরোনামে নরসিংদী থেকে গত ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ফাতেমা নামে এক ভিখারিকে নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরেই নরসিংদীসহ সারাদেশের মানুষের নজরে আসে। অনেকেই ব্যক্তিগত ভাবে ওই নারীকে সাহায্য করেছেন।

তবে সহমর্মিতা ফাউন্ডেশন নামে একটি সংগঠন আমৃত্যু ফাতেমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল)  দুপুরে সংগঠনটির পক্ষ থেকে সহায়তা সামগ্রী দেওয়ার সময় তারা এই তথ্য নিশ্চিত করেন।

ফাতেমা বেগমের বাড়ি নরসিংদী সদরে। স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বিয়ের পর স্বামীর বাড়ি চলে যান। স্বামী আবদুল হামিদের সহায়-সম্পদ ছিল না। ১৫ বছর হয় স্বামী মারা যান। তখন একমাত্র ছেলেকে নিয়ে চলে আসেন নরসিংদীতে। সদরে একটি বাসা ভাড়া নেন। সেখানে থেকে মানুষের বাড়িতে কাজ করে চলছিল সংসার। ঠিকমতো দুই বেলা খাবার ছিল না তার।

সহমর্মিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে সংগঠনটির প্রতিষ্ঠা হয়। তারা বন্যার্তদের ত্রাণ বিতরণ, পথশিশুদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। ফাতেমার আমৃত্যু  ভরণ পোষণের দায়িত্ব নেবেন তারা। প্রতি একমাস পর পর ফাতেমার জন্য চাল, ডাল, তেল ও কাপড়সহ অন্যান্য উপকরণ নিয়ে আসবেন সংগঠনের কর্মীরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ হাসান বলেন,  আমরা এসব অসহায় মানুষদের নিয়ে কাজ করি। প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনে দেওয়া হবে। আমৃত্যু ওনার ভাত কাপড়, ভরণ পোষণ যা লাগে সবকিছুর দায়িত্ব আমাদের।

রাকিবুল ইসলাম/ এমআইএইচ