ধাওয়া খেয়ে ৫ সোনার বার ফেলে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবির ধাওয়ায় দুই পাচারকারী পালিয়ে যায়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে সকালে বাজিতপুর গ্রামের একটি তুলা বাগানের ওৎ পেতে থাকে। এসময় দুইজন ব্যক্তি বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা একটি ছোট প্যাকেট ঘাসের মধ্যে ফেলে পালিয়ে যায়।
পরে স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ টাকা। এ ঘটনায় বাজিতপুর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেছে। জব্দ করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
আফজালুল হকি/এসএম