গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামকে পঞ্চগড় কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল বিচারক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম ঢাকা ধানমন্ডি ফিয়ারী স্প্রীং এলাকার মৌলভী মো. বদু মিয়ার ছেলে। জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২১ সালে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডে ব্যবস্থাপক বিধান কুমার ভৌমিক ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ পিটিশন দায়ের করলে ঢাকার একটি কারাগার থেকে মঙ্গলবার তাকে পঞ্চগড়ে আনা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২০ সেপ্টেম্বর তাজুল ইসলামের নামে ঢাকার রমনা থানায় গ্রাহকের টাকা আত্মসাতসহ প্রতারণার একটি মামলা দায়ের করা হয়। এ বছরের ২৬ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এসকে দোয়েল/এএএ