মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৫ দিন পর কহিনুর তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাচামারার বাবনাতলা এলাকার মরহুম খ‌বির তালুকদা‌রের ছে‌লে।

বিষয়টি বুধবার সন্ধ্যার দিকে নিশ্চিত করেন শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার।

শিবচর থানা সূত্রে জানা গেছে, কহিনুর তালুকদার দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এমনকি বেশ কয়েকবার ব্রেনস্ট্রোকও করেছিলেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাড়ির কাছের বাবনাতলা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। বুধবার বিকেলে ওই এলাকার একটি ধানক্ষেতের পাশে তার অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, কহিনুরের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের লোকজন এসে তা শনাক্ত করেছেন। ধারনা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন।

/রাকিব হাসান/এফকে/