বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগের শক্তি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নয়। আমরা জনগণের এই শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে। ১৪ বছরের আন্দোলনে সেই কবর থেকে পা এখনো উঠাতে পারেনি। বিএনপি এখন ভয় দেখাচ্ছে। এই ভয় আর আতঙ্ক যেন আমাদের গ্রাস করতে না পারে। আমরা তাদেরকে মোকাবিলা করবো।
তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাজপথে আন্দোলন করব। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব। নির্বাচনও করব।
বিজ্ঞাপন
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের নেতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী ও আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অভিজিৎ ঘোষ/আরএআর