বিজয় আমাদের খুব কাছাকাছি : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের পেছনে জায়গা নেই সামনে এগিয়ে যাওয়া ছাড়া। এই মাসের পর শেখ হাসিনা সরকার আর নেই। বিজয় আমাদের খুব কাছাকাছি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে সরকার পতনের দাবিতে রোড মার্চ শেষে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। নেত্রী বিনা চিকিৎসায় মারা গেলে এদেশে শেখ হাসিনাকেও থাকতে দেওয়া হবে না।
এর আগে সমাবেশে শামসুজ্জামান দুদু ও বরকত উল্লাহ বুলুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। হবে না বাংলাদেশে কোনো নির্বাচন। এই সরকার পতনের পরে একটি জাতীয় সরকার গঠন হবে। সেই সরকার অধীনে এই নির্বাচন কমিশন বাতিল করে দিয়ে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ৩৯টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন করছেন। এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ৩০ অক্টোবরের মধ্যে বাংলার মসনদ ছেড়ে যেতে হবে। বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই মাস কোনো রকম পার হবে, আগামী মাসে হাসিনা সরকার বলে বাংলাদেশে কিছু থাকবে না। আওয়ামী লীগের অবস্থা ভালো না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, বেশি দেরি করেন না। বেশি দেরি হলে আপনার অসুবিধা হবে। তারেক রহমানকে দেশে আসার জন্য নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। যতো তাড়াতাড়ি তাকে আসতে দেবেন, ততো তাড়াতাড়ি আপনাদের নিরাপদ অবস্থা থাকবে। মানুষের যে আশাবাদ, স্বতঃস্ফূর্ততা তাতে মনে হয়েছে শেখ হাসিনা বলে বাংলাদেশে কোনো সরকার নেই।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সমাবেশে সভাপতিত্বে করেছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
মোহাম্মদ মিলন/এমএ