কুষ্টিয়ায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে মানুষের ভিড়
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে কুষ্টিয়া সদর উপজেলায় হাজারো মানুষ ভিড় করেছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফুটবল খেলা শুরু হয়।
এর আগে ব্যারিস্টার সুমন মাঠে এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দলে দলে মানুষ মাঠে আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। অনেক দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করেন।
বিজ্ঞাপন
খেলা দেখতে আসা মনিরুল ইসলাম বলেন, এতোদিন ফেসবুক ইউটিউবে ব্যারিস্টার সুমন স্যারকে দেখেছি। আমি তার ভক্ত। তার সকল ভিডিও দেখি নিয়মিত। আজ সামনাসামনি তার খেলা দেখছি। বাস্তবে দেখার সুযোগ হওয়ায় আমি খুবই আনন্দিত।
বিজ্ঞাপন
আরেক দর্শক ফয়সাল আহমেদ বলেন, আমাদের এলাকায় এত বড় ফুটবল খেলা এর আগে কখনো হয়নি। এত দর্শক ও কখনো দেখিনি এই খেলার মাঠে। সুমন ভাইয়ের খেলার কথা শুনে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে। দর্শকরা তার খেলা দেখে খুবই আনন্দিত, আমিও আনন্দিত।
এ সময় অন্যান্যের মধ্যে হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, খুলনা হাইওয়ে পুলিশ সুপার ইব্রাহিম খলিল, হাইওয়ে পুলিশের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন-নূর যায়েদ, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল বারী বিশ্বাস, হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট, আইনজীবী বিপু জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজু আহমেদ/আরএআর