হিজড়া সেজে ইয়াবা বহন, দুই রোহিঙ্গা আটক
সাভারে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ছদ্মবেশে ইয়াবা বহনের সময় ১০ হাজারেরও বেশি ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৪। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নজরুল্লাহর ছেলে রফিক ওরফে কাজল হিজড়া (১৮) ও উখিয়া বালুখালী ক্যাম্পের নুর হাকিমের ছেলে মামুনুর ওরফে পরিমনি হিজড়া (২৩) ।
বিজ্ঞাপন
র্যাব-৪ জানায়, সাভারে মাদকের একটি চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নিউ মার্কেট এলাকায় র্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা বহনের সময় দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা রোহিঙ্গা। তারা দীর্ঘদিন যাবৎ তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রি করে আসছিল।
বিজ্ঞাপন
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
মাহিদুল মাহিদ/আরএআর