টাঙ্গাইলের ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ডিপার্টমেন্টাল ক্যাডেটদের ম্যারাথন রেস চলাকালে কামাল হো‌সেন (৬৬) না‌মে পু‌লি‌শের এক উপ-প‌রিদর্শক (এসআই) মারা গে‌ছেন।

রোববার (১ অ‌ক্টোবর) সকা‌লে ‌ট্রেনিং সেন্টা‌রে ১ নম্বর কোম্পা‌নির ডিপার্টমেন্টাল ক্যাডেট (ডি‌সি) কামাল হোসেন কি‌লো‌মিটার টেস্ট দেওয়ার সময় মারা যান। এ ঘটনার প্রশিক্ষণে অংশগ্রহণকারী এসআইরা ট্রেনিং বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। 

মৃত কামাল হো‌সেন পটুয়াখালীর বাউফল উপ‌জেলার পাকজল গ্রা‌মের মৃত মোক‌ছেদ আলী ফ‌কি‌রের ছে‌লে। তিনি ব‌রিশাল জেলায় দা‌য়িত্বরত ছিলেন। 

জানা গে‌ছে, এসআই কামাল প্রায় ৫ আগে ব‌রিশাল থে‌কে ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ১ নম্বর কোম্পা‌নির ডিপার্টমেন্টাল ক্যাডেট (ডি‌সি) হিসেবে ট্রেনিংরত ছিলেন। ক‌য়েক সপ্তাহ ধ‌রে তি‌নি কিছুটা অসুস্থ ছিলেন। রোববার সকা‌লে কি‌লো‌মিটার টেস্টের জন্য ম্যারাথন রেসের আগে কামাল অসুস্থ‌ থাকার বিষয়‌টি পু‌লিশ সুপার আব্দুর রহিম শাহকে অব‌হিত ক‌রেন। কিন্তু তারপরও পু‌লিশ সুপার বাধ্যতামূলক তা‌কে কি‌লো‌মিটার টে‌স্টে অংশগ্রহণ করান। এরপর ম্যারাথন রেস চলাকালে অজ্ঞান হয়ে প‌ড়ে যান কামাল। প‌রে সহকর্মীরা তা‌কে উদ্ধার ক‌রে ট্রেনিং সেন্টা‌র হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। এরপর তা‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, হাসপাতা‌লে আনার আগেই ওই এসআইয়ের মৃত্যু হ‌য়ে‌ছে। প‌রে তার মর‌দেহ মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। 

এই বিষ‌য়ে বারবার যোগা‌যোগ ক‌রেও ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের পু‌লিশ সুপার আব্দুর রহিম শাহর বক্তব্য পাওয়া যায়‌নি। 

ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের ডিআইজি নুরুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, কিভা‌বে তার মৃত্যু হয়েছে সেটা বলা যা‌চ্ছে না। চি‌কিৎসকরা বিষয়‌টি বল‌তে পার‌বেন। এই ঘটনায় অ‌তি‌রিক্ত ডিআইজি আশরাফুল আলম‌কে প্রধান ক‌রে চার সদস্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে