কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় উজ্জ্বল হোসেন (২২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আব্দুল আউয়াল (২৩) নামের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে।
সোমবার (২ অক্টোবর) বিকেলে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ডেকোরেশনের দোকান দিয়ে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করতেন উজ্জ্বল। তার সেই দোকানে থেকে কাজ শিখেন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল আউয়াল। কাজ শেখা শেষ হলে উজ্জ্বলের দোকানের ঠিক পাশেই আরেকটি ডেকোরেশনের দোকান খুলেন আউয়াল। এ নিয়ে দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়। ওই শত্রুতার জের ধরে রোববার (১ অক্টোবর) রাতে উজ্জ্বলকে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান আউয়াল। স্থানীয়রা উজ্জ্বলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল মারা যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে সোমবার দুপুরে আউয়ালকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আউয়ালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এমজেইউ