বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ আজ
ফাইল ছবি
বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মঙ্গলবার (৩ অক্টোবর) ফরিদপুর বিভাগীয় রোড মার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চের উদ্বোধন হবে। রোড মার্চটি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারিপুর হয়ে শরীয়তপুরে গিয়ে শেষ হবে। ফরিদপুর অভিমুখে যাত্রার পথে রাজবাড়ীর বসন্তপুরে একটি পথসভা হবে। পরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড়ে একটি পথসভা হবে। এরপর ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মাদারীপুরের দিকে আগাবে রোড মার্চের বহর। পথে নগরকান্দা উপজেলার তালমার মোড়, গোলাপগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, মাদারীপুরের মুস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভা শেষে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশ করে পথসভার শেষ হবে। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী রোড মার্চে যোগ দেবেন। পথে পথে ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, মাদারীপুর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রোড মার্চের বহরে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
রোড মার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত থকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, রোড মার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ কেন্দ্রীয় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ফরিদপুর বিভাগীয় ৫ জেলার সকল স্তরের নেতারা উপস্থিত থাকবেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ঢাকা পোস্টকে বলেন, রোড মার্চ সফল করতে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রাজবাড়ী জেলা থেকে ২০ হাজার নেতাকর্মী রোড মার্চে অংশ গ্রহণ করবে। রোড মার্চটি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে উদ্বোধন হবে এবং শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম মাঠে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রোড মার্চ সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সমন্বয় সভাসহ বিভাগের ৫ জেলায়, উপজেলায়, পৌরসভায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। রোড মার্চ ঘিরে জনমানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করেছে।
সমাবেশে অর্ধলাখ মানুষের জমায়েত হবে বলে প্রত্যাশা দলের নেতাদের।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.হারুন-অর-রশিদ হারুন ঢাকা পোস্টকে বলেন, রোড মার্চ সফল করতে রাজবাড়ী জেলা বিএনপির সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রাজবাড়ী জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী রোড মার্চে অংশ নেবেন। এই ফ্যাসিস্ট, ভোট চোর, অবৈধ সরকারের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের রোড মার্চ। এই রোড মার্চের মধ্যে দিয়েই অবৈধ সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আজকের বিএনপির রোড মার্চে অপ্রতিকার ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোশাকে ও ডিবির টিম কাজ করবে। সকল ধরনের জনদুর্ভোগ এড়াতে পুলিশ মাঠে থাকবে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোড মার্চ করেছে বিএনপি। এ ছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে দলটি। আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি।
মীর সামসুজ্জামান/এমএ