নাটোরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নাটোরের লালপুরে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহনুর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত মো. শাহানুর লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মো. শাহানুর প্রতিবন্ধী ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। ভুক্তভোগী বিষয়টি তার মামাকে জানালে শাহানুর ক্ষিপ্ত হয়। পরে ২০০৪ সালের ১২ জুলাই রাতে ভুক্তভোগী লেখাপড়া করার সময় শাহানুর তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অন্যরা ছুটে এলে শাহানুর পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনাটি ধামাচাপা দিতে শাহানুরের পরিবার বিভিন্ন কূটকৌশল করে। ফলে ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে লালপুর থানায় শাহানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান জানান, আসামি দীর্ঘদিন আদালতে হাজির হননি। এছাড়া এই মামলায় চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। তাদের দেওয়া সাক্ষ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহানুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ে আদেশকৃত জরিমানার ৩০ হাজার টাকা ভুক্তভোগী পাবে।
এমজেইউ