পথ বন্ধ করে যানজট সৃষ্টি, প্রতিবাদ করায় চালককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে পথ বন্ধ করে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সাখাওয়াত উল্লাহ (৫০) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজন অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরি মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত উল্লাহ উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজভাওর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন, চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালিমাদিঘীর পাড় এলাকার মৃত নবীর ছেলে রাজু (২৫) ও সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকার চৌধুরী বাড়িত আকবত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরি মার্কেট এলাকায় পৌঁছে দেখেন কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলোভাবে রাখা আছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সাখাওয়াত গাড়ি থামিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় তিনি অটোরিকশাচালক রাজুর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজুসহ তার দুই বন্ধু জাহাঙ্গীর ও মুন্না সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পথ বন্ধ করে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সাখাওয়াত উল্লাহকে হত্যা করা হয়। হত্যা মামলা দায়েরের পর দুই ঘণ্টার মধ্যে এজহার নামীয় এক ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। বুধবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসিব আল আমিন/আরকে