ফাইল ছবি

রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচিতে বাস ভাড়া দেওয়ায় মানিকগঞ্জের শুভযাত্রা পরিবহনের অন্তত ২০টি বাসের জব্দ করা চাবি ও কাগজপত্র বাসের মালিকদের কাছে ফেরত দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বাস মালিক সমিতির নেতারা। এতে শুভযাত্রা পরিবহনের বাসগুলো মানিকগঞ্জ থেকে ঢাকার গুলিস্তান রুটে যাত্রী পরিবহন করেছে।

গতকাল রাতে চাবি ও কাগজপত্র ফিরে পাওয়ায় আজ বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে মানিকগঞ্জ-গুলিস্তান রুটে শুভযাত্রা বাস চলাচল করেছে। একদিন বাস বন্ধ থাকায় মালিকসহ চালকরা বিপাকে পড়েন। 

গত সোমবার (২ অক্টোবর) বিএনপির সমাবেশ শেষে বাস নিয়ে মানিকগঞ্জে আসার পর সন্ধ্যার দিকে তাদের কাছ থেকে গাড়ির চাবি জব্দ করা হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ২০টি বাসের চালকদের কাছ থেকে কাগজ নিয়ে যায়। 

গতকাল এ নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর রাতে আওয়ামী লীগ সমর্থিত বাস মালিক সমিতির নেতারা বাস মালিকদের কাছে জব্দ করা চাবি ও কাগজপত্র বুঝিয়ে দেন। 

এদিকে মালিকরা গাড়ির চাবি ও কাগজপত্র বুঝে পেলেও দু-চারজন বাসচালক মানিকগঞ্জ-গুলিস্তান রুটে শুভযাত্রা বাস চালাতে পারবেন বলে জানান দুইজন চালক। কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন, মালিক আমাদের দিয়ে বাস চালাবেন না। আমরা এখন কী করবো, বাস চালাতে না পারলে কিস্তি দেব কীভাবে আর সংসারই বা চালাবো কী করে। খুব বিপদে পড়ে গেছি আমরা কয়েজন বাস চালক।

শুভযাত্রা বাসের মালিক বজলু জানান, প্রতিমাসে ৪০ হাজার টাকা কিস্তি দিতে হয়। আমার গাড়িটা কিস্তিতে নিয়েছি, একদিন বাস চলাচল বন্ধ থাকলে আমাদের মতো সাধারণ মালিকদের অনেক অসুবিধায় পড়তে হয়। গতকাল রাতে গাড়ির চাবি ও কাগজপত্র বুঝে পেলেও একদিন বাস না চলায় অনেক ক্ষতি হয়েছে।

শুভযাত্রা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের অনুসারী। 

তিনি জানান, বিএনপির কর্মসূচিতে যাওয়ায় বাসের কাগজপত্র জব্দ করা হয়নি। বাসমালিক সমিতির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে কয়েকটি বাসের চাবি ও কাগজপত্র নেওয়া হয়েছিল। গতকাল রাতেই আবার ফেরত দেওয়া হয়েছে।

সোহেল হোসেন/আরএআর