শরীয়তপুরে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের ওপর হামলা করেছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাজারের একটি ফ্রিজ মেরামতের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাগচি বাজারে রনি দেবনাথের স্টেশনারি ও সোলায়মান হোসেনের ফ্রিজ মেরামতের দোকান রয়েছে। হঠাৎ করেই আগুন ওই দুটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা করে। হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জিসান ও মহিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুভ দাস নামে এক দোকান মালিক ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ নিয়েছে। জনতা তাদের ওপর হামলা করায় তারা আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হাকিম ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পৌঁছানোর ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জনতার হামলায় ড্রাইভার আবু মুসা শিকদার আহত হয়েছেনন। কী কারণে তারা এই হামলা করলো আমরা জানি না।
পালং থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাইফুল ইসলাম সাইফ রুদাদ/এমএএস