সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগুন সন্ত্রাস ও দেশি-বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি, জামায়াত যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে রাজপথে তাদের মোকাবিলা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। 

শনিবার (৭ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারি হাই স্কুলের খেলার মাঠে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

মায়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত বলে তারা নাকি নির্বাচন করতে দেবে না। শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। দেশের মানুষ পেট ভরে খেতে পারছে। বিদ্যুৎ, সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি বিকাশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এসব সম্ভব হয়েছে কেবলমাত্র শেখ হাসিনা সরকারের কল্যাণে। আপনারা সবাই প্রস্তুত থাকুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক চাঁদপুর-২ আসন উপহার দেব।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওছমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন শরীফ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ। 

আনোয়ারুল হক/আরকে