সবজিবাহী ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ১৭
ঠাকুরগাঁওয়ে সবজিবাহী একটি ট্রাক উল্টে সহিবর (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার (৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহিবর সদর উপজেলার কহরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফাড়াবাড়ি এলাকার একটি সবজির ট্রাক বোঝাই করে ১৭ জন শ্রমিক ওই ট্রাকে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সে সময় সহিবরের মৃত্যু হয়।
সবজিবাহী ট্রাক উল্টে ১ জন নিহতের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, আহত সহিবরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনা হলে গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় সহিবরের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরিফ হাসান/এএএ