ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে : মমতাজ
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। কেউ যদি বলে আপনার ভোট দেওয়া লাগবে না, শুনবেন না। আপনার ভোট আপনি নৌকা মার্কায় দিয়ে আসবেন। ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের এত উন্নয়ন তাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কেন? মানুষ না খেয়ে কেন মরছে না? এত উন্নয়ন কেন হচ্ছে? কিন্তু এসব ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে।
মমতাজ বেগম বলেন, আমরা দেশের উন্নয়নের কথা বললে অনেক বলতে পারব। আপনারা সকলে জানেন ১৫ বছর আগে দেশ কি ছিল আর বর্তমানে দেশ কি হয়েছে। সরকার আপনাদের কথা চিন্তা করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা আবার যদি ক্ষমতায় আসে এই ভাতার সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেবেন। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন ও ভালো কাজগুলো আগে বন্ধ করে দেবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।
বিজ্ঞাপন
বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ খানের সঞ্চালনায় সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং সরকারি উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সোহেল হোসেন/এমজেইউ