পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ঝাঁঝরা কৃষকের চোখ-মুখ
যশোরের বেনাপোলে বেগুন তুলতে গিয়ে জমির মধ্যে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মুরাদ হোসেন (১৮) নামের এক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল সীমান্তে বড় আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মুরাদ হোসেন বড় আঁচড়া গ্রামের মো. আরিফের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বেগুনখেতে বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় আশপাশের লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ-মুখ ঝাঁঝরা হয়ে গেছে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, বোমা বিস্ফোরণের খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হবে।
বিজ্ঞাপন
এ্যান্টনি দাস অপু/এমজেইউ