আগামী ১৭ অক্টোবর কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ শান্তি মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শান্তি সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

ঢাকা পোস্টকে তিন সংগঠনের যৌথ শান্তি মহাসমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লায় ছাত্র-যুব তারুণ্যের শান্তি ও উন্নয়ন সমাবেশ হওয়ার কথা ছিল। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনিবার্য কারণবশত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের যৌথ সিদ্ধান্তে সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই মহাসমাবেশের পরবর্তী তারিখ জানানো হবে।

আরিফ আজগর/আরকে