প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার বলেছেন, একেবারে প্রান্তিক পর্যায়েও বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় রয়েছে। সেই দলকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন, এটা যারা চিন্তা করছেন তারা মূর্খের শহরে বাস করেন। বিএনপির নেতৃত্ব কোথায়? তাদের কোনো কর্মসূচি নেই, সম্মেলন নেই, দলের অভ্যন্তরে কোনো শৃঙ্খলা নেই। আসলে বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা তাদের মহাসমাবেশকে ঘিরে বলেন, আওয়ামী লীগকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। আসলে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই এসব বলেন, ফাঁকা আওয়াজ দেন। আমরা মাঠেই আছি। তাই তাদের সমাবেশ ঘিরে আলাদাভাবে প্রস্তুতির কিছু দেখি না। আমরা রাজপথে নামলে পরিস্থিতি খারাপ হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই তা নিয়ন্ত্রণে আনতে হবে। তাই আপাতত আইনশৃঙ্খলা বাহিনীই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।

কবির বিন আনোয়ার বলেন, যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, পাকিস্তান আমলের ধর্মান্ধতা চাই, তাদের প্লাটফর্মে পরিণত হয়েছে বিএনপি। সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার, তা করবে। কিন্তু কোনোরকম আইন ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনী তা দেখবে। তবে রাজপথের মোকাবিলায় আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

তিনি আরও বলেন, বিরোধী দলের অনেক জরিপেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশের বেশি। ২০৪১ সালে রূপকল্প বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এই দেশের মানুষ এখনো আওয়ামী লীগের সঙ্গে আছে। যারা উন্নয়ন চায় না, তাদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না। উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে আবারও ভোট চাইতে যাব। এ দেশের মানুষ আমাদের হতাশ করবে না। এই সরকার দেশের উন্নয়নে যা কিছু করেছে এবং করে যাচ্ছে তাতে জনগণ উপলব্ধি করতে পারছে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের কাজ তৃণমূল মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া। জনসাধারণকে জানাতে হবে, শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি কথা দিলে কথা রাখেন। তিনি যা বলেন তা করে দেখান। আমাদের অর্জনগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত গুজব ছড়িয়ে থাকে। মানুষ সেটিও বুঝতে পারছে।

স্মার্ট কর্নার উদ্বোধন শেষে কবির বিন আনোয়ার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাহাঙ্গীর আলম/এমজেইউ