সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় বেড়েছে- এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।

তিনি বলেন, আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। কেউ যদি সন্ত্রাসবাদ করে, যেমন ২০১৪ সালে আমরা দেখেছি, সেগুলোর জবাব জনগণই দেবে।

পুরোনো মামলা এখন বিরোধী দলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।

এরপর প্রধান অতিথি হিসেবে উন্নয়ন জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ভোট ছাড়া, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা প্রভুদের কাছে ধরনা দিচ্ছে তারা কি করে আমরা দেখি। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তারা (বিএনপি) বিশ্বের প্রভুদের নিকট ঘুরে বেড়াচ্ছে।

কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার সৃষ্টি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। তখনকার সরকার (বিএনপি) বলে যে কমিউনিটি ক্লিনিক নাকি শেখ হাসিনার ভোট ব্যাংক। এজন্য তারা বন্ধ করে দেয়। আমরা বলি শেখ হাসিনার ভোট ব্যাংক দেশের জনগণ। কমিউনিটি ক্লিনিক আবারও চালু করে এই আওয়ামী লীগ সরকার। এর সুবিধা পাচ্ছে মানুষ। গড় আয়ু বেড়েছে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। মানুষের আয় বেড়েছে। সেই সঙ্গে জীবনযাপনে অনেক আধুনিকতা এসেছে। এুসব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

জনসভায় আরও বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

আরএআর