বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি অফিসের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, অবিলম্বে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে নাটোরসহ গোটা উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। 

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরী, সদর বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তারের পর থেকে নাটোর জেলার বিভিন্ন স্থানে তার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য।

গোলাম রাব্বানী/আরএআর