মিথ্যা প্রত্যায়নপত্র দেওয়ায় বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান
চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান
রাজবাড়ীতে বিচারাধীন মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিদের পক্ষ নিয়ে মামলার বাদী সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। এ অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ফৌজদারি আদালতে বিচারাধীন মামলার আসামিদের অনুকূলে প্রভাবিত করার লক্ষ্যে ভুক্তভোগী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয় শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি সন্তোষজনক কারণ দেখাতে না পারার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ সমীচীন নয় বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের সৌদি প্রবাসী মওদুদ মিয়া পান্নার স্ত্রী বিউটি আক্তার বৃষ্টিকে (২৩) হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ মার্চ বিউটির শাশুড়ি মোছলেমা পারভীন বাদী হয়ে পূর্ব মুলঘর গ্রামের এহতেশামুল হক ফারুক (৫৫) ও একই গ্রামের ফরিদ সরদারসহ (৪৭) অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
আদালতে বিচারাধীন এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ১৭ মার্চ মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান আসামিদের পক্ষ নিয়ে মামলার ভিকটিম বিউটি বেগমের চরিত্র সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্যাডে প্রত্যয়নপত্র ইস্যু করেন। ওই প্রত্যয়নপত্রে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান ইউপি চেয়ারম্যান।
প্রত্যয়নপত্র ইস্যুর বিষয়ে ভুক্তভোগী বিউটি আক্তার বৃষ্টি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ২০২২ সালের ১৩ অক্টোবর রাজবাড়ীর জেলা প্রশাসককে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
মীর সামসুজ্জামান/এএএ